ইরান-ইলন মাস্ক বৈঠকের খবর বানোয়াট বলে দাবি তেহরানের
- By Jamini Roy --
- 17 November, 2024
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত জাতিসংঘে নিযুক্ত তাদের কর্মকর্তার সঙ্গে মার্কিন ব্যবসায়িক জায়ান্ট ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বৈঠকের খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। শনিবার (১৬ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যম ইরানের রাষ্ট্রদূত ও ইলন মাস্কের মধ্যে বৈঠকের খবর নিয়ে যা প্রকাশ করেছে, তা সম্পূর্ণ বানোয়াট গল্প। এমন কোনো ঘটনা ঘটেনি।" একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও এ অভিযোগ অস্বীকার করে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয়, গত সোমবার (১১ নভেম্বর) নিউইয়র্কের একটি গোপন স্থানে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ও ইলন মাস্কের মধ্যে এক ঘণ্টার বেশি সময় বৈঠক হয়। ওই বৈঠককে "ইতিবাচক" বলে অভিহিত করেছিল সংবাদমাধ্যমটি।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছিল। তাদের মতে, বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন ইলন মাস্ক।
তবে, এই প্রতিবেদনকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি একটি সাজানো কাহিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, "যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো যে গুরুত্বসহকারে এই ভুয়া খবরটি প্রচার করেছে, তা বিস্ময়কর।"
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ইরানের সম্পর্ক বরাবরই চড়া উত্তেজনার মধ্যে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি মনে করেন, এমন খবর ছড়িয়ে দুই দেশের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা আরও বাড়ানোর চেষ্টা চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের খবর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে, ইলন মাস্ক এবং তার ঘনিষ্ঠ দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই খবর সত্যি হলে তা কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতো। তবে ইরান এই দাবিকে জোরালোভাবে নাকচ করায় পরিস্থিতি আবার অন্যদিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।